বর্ষাকাল নিয়ে প্রবন্ধ, Essay on Rainy season in Bengali
আমাদের দেশ ঋতুবৈচিত্র্যের দেশ, বিভিন্ন ঋতুর আগমনে দেশের বিভিন্ন অঞ্চলে প্রকৃতি এক অতুলনীয় প্রাকৃতিক লীলাবৈচিত্র্যের সমারােহে মেতে ওঠে আর বর্ষার ফুলের মনমাতানো মাধুরীর কথা তো কি আর বলবো, কেতকী, যূথিকা, কদম্ব, গন্ধরাজ, হাসনাহেনার গন্ধবাহার বর্ষা প্রকৃতির প্রধান আকর্ষণ। বর্ষার আগমনে মুখরিত হয়ে ওঠে প্রকৃতি।
সূর্যকে ঢেকে হঠাৎ করেই আকাশে ভেসে আসে কালো মেঘ। এই মেঘের গর্জনে ধ্বনিত হয় মৃদঙ্গের বাদ্য, সাথে তলােয়ারের মতােই খরদীপ্ত বিদ্যুৎশিখা যেন আকাশের বক্ষদেশ বিদীর্ণ করে ঝলসে ওঠে। অবিরাম বারিধারা অনেকসময় সৃষ্টি করে বন্যাও, ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে বেশ কিছু অঞ্চল। কিন্তু তবুও গ্রীষ্মের খরতাপে অতিষ্ট হয়ে মানুষ বর্ষাকালের অপেক্ষায় থাকে প্রতিবছর। গ্রীষ্মের তাপে প্রাণহীন হয়ে পড়া প্রকৃতিতে প্রাণ ফিরিয়ে আনার জন্য বর্ষাই বাংলার প্রিয় ঋতু। বর্ষা এলে প্রতি বাঙালির মন রবি ঠাকুরের কথায় গেয়ে ওঠে,
মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিগদিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমঝিম রিমঝিম রিমঝিম।’
বর্ষার সময়কাল, Monsoon period
শৈশবকাল থেকেই পাঠ্যবই তে আমরা সকলেই পড়েছি যে আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস জুড়ে ধরার বুকে বিরাজ করে বর্ষাকাল। কিন্তু আমাদের দেশে সাধারণত জ্যৈষ্ঠ মাসেই বর্ষার আগমন অনুভূত হতে শুরু করে এবং আশ্বিন মাস পর্যন্ত বর্ষার বারিধারা পৃথিবীর বুকে ঝরে পড়ার খেলা চলতে থাকে।
প্রকৃতির বুকে বর্ষার আগমন, Arrival of Monsoon
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের থেকে প্রকৃতিকে রক্ষা করতে অতি ভৈরব হরষে’ সজল গুরুগম্ভীর বর্ষার আবির্ভাব ঘটে। বর্ষার আগমনে পথ-প্রান্তর, মাঠ-ঘাট, খাল-বিল, নদী-নালা, জলপূর্ণ হয়ে ওঠে। খরতপ্ত দিনের অবসানে, বৃষ্টির জলের ছোঁয়া পেয়ে মাটির বাধা ছিন্ন করে শস্য শিশুর দল মাথা গজায়, মেলে দেয় নব-অঙ্কুরের জয় পতাকা। গাছে গাছে পুষ্প বিকশিত হয়। রূপ, রস, বর্ণ, গন্ধে বর্ষার সমারােহে যেন আকাশ-বাতাস ভরে ওঠে। কবি রবীন্দ্রনাথ গেয়েছেন,
“এসেছে বরষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবনভরসা ॥ দুলিছে পবনে সনসন বনবীথিকা, গীতিময় তরুলতিকা। “
বর্ষার বৈশিষ্ট্য কী কী, Features of Rainy Season
বর্ষায় প্রকৃতির রূপ মাধুর্যে পরিপূর্ণ হয়ে উঠে। বিভিন্ন অঞ্চলে দেখা যায় শ্যামল সবুজ গ্রাম, আদিগন্ত জল বিস্তারে চলছে শস্য-শিশুদের নৃত্য, আকাশে ভেসে বেড়ায় কৃষ্ণ ধূসর মেঘবিন্যাস, দিগন্ত বিলাসী বক-পক্ষীরা করে নিরুদ্দেশ যাত্রা।
শস্য-বিচিত্রা মাঠ প্রান্তরে কৃষকেরা হয়ে ওঠে সংগীতে মুখর। সাধারণভাবে বলতে গেলে বর্ষার আকাশ প্রায় সারাদিনই মেঘাচ্ছন্ন হয়ে থাকে, সূর্যের দেখা মেলে না, আর কখনো সূর্য উঁকি দিলেও চলতে থাকে আলো ছায়ার খেলা। বৃষ্টির কারণে খাল-বিল, নদী-নালা, মাঠ-ঘাট সব কিছু জলে টইটম্বুর হয়ে থাকে। প্রায় সারাদিন ধরেই অঝোর ধারায় বৃষ্টি পড়তে থাকে। ফলে গ্রীষ্মকালের শুষ্ক নদী নিমেষেই ভরে ওঠে। নদ-নদী ছলছল করে বয়ে চলে, যেন নবযৌবনের রূপ পুনরায় ধারণ করেছে। কবির ভাষায় বলতে হয় –
“বর্ষণ-মুখর দিনে সকাল হতে সন্ধ্যে ৷ ধান চাষে লেগে আছে চাষীরা আনন্দে ৷ কখনো মুশল,কখনো ঝিরি,কখনো আবার স্তব্ধ ৷ এতক্ষণে উত্তপ্ত গ্রীষ্মের হল বেজায় জব্দ ৷”
বর্ষাকাল থেকে আমরা কি কি উপকার পাই, Advantages of monsoon
বর্ষাকালে বৃষ্টির ধরা বর্ষিত হয় প্রকৃতির বুকে, ফলে জলে ভেসে সমস্ত ময়লা ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে যায়, আর সেকারণেই এই সময়টাতে তরুলতা, গাছপালা খুব সতেজ হয়ে ওঠে। তাছাড়াও প্রকৃতিতে বিচিত্র ফুলের সম্ভার তথা ফল দেখা যায়। নদীতে জলের প্রাচুর্যের ফলে জলপথের যাতায়াত এবং পরিবহন অনেকটা হয় সহজ-সরল ও প্রশস্ত হয়ে পড়ে।
বর্ষা বাংলার জীবন সাধনা ও ভাব সাধনার অনন্য রূপকার। বাঙালির অর্থনৈতিক জীবনের মতাে সাংস্কৃতিক জীবন গঠনে ও বিকাশে বর্ষার অবদান অপরিসীম। বর্ষা বাঙালির মনকে করেছে সরস ও সৃষ্টিশীল। সে অফুরন্ত ফসল ফলিয়ে কৃষকদের হাতে তুলে দেয় অফুরন্ত অবসর ও আর্থিক সংগতি।
বাংলা কবিতায় ও গানে পড়েছে আকাশের ঘূর্ণায়মান মেঘের নিগ্ধ সজল ছায়া। কবি জয়দেব থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত বর্ষার কবিতা ও সংগীতের যেন অন্ত নেই। বর্ষা কেবল বাংলার মাটিকেই শ্যামল সরস করে নি, সে বাঙালির মনােভূমিকেও করেছে রসসিক্ত। বর্ষার চির শ্যামলতা, চির নবীনতা নিয়ে কবির কথায় বলা যায়,
“আকাশ এতো মেঘলা যেও নাকো একলা এখনি নামবে অন্ধকার ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে ভয় আছে পথ হারাবার ।। গল্প করার এইতো দিন মেঘ কালো হোক মন রঙিন ।। সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাকো আর।”
বর্ষায় প্রকৃতির রূপ কেমন থাকে, What is nature like in rainy season?
বর্ষার আগমনে, বৃষ্টির শীতল ধারা বর্ষণে রােমাঞ্চ জাগে ধরিত্রীর বুকে। অরণ্যের সর্বাঙ্গে হয় আনন্দের সঞ্চার, খরতাপে তপ্ত গাছপালা, মাঠ, খালের বহু প্রতীক্ষিত মর্মর মুখর দিনের অবসান ঘটে। নদীপথে মাঝিমাল্লাদের মুখে শোনা যায় গান, আনন্দঘন পরম উল্লাস। সজল শ্যামল বর্ষার সাথে কৃষকদের প্রাণের সম্পর্ক রয়েছে, কারণ তার সারা বছর যে খাদ্য উৎপাদন করে তথা তাদের অর্থনৈতিক জীবন সংগঠনে বর্ষা ঋতুর অবদান অসামান্য।
তবে বেশ কিছু সমস্যাও দেখা যায় এই ঋতুতে। যেমন অবিরল ধারাবর্ষণ, বৃষ্টির কারণে গ্রাম্য পথ হয় কর্দমাক্ত এবং পঙ্কিল, মাঠে চলতে থাকে কাদা জলের খেলা, আর এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করে যখন বজ বিদ্যুৎ ও ঝড় বন্যার ভয়াল রূপ ধারণ করে। বৃষ্টির অতিবর্ষণের ফলে বর্ষা ঋতু তার স্নেহশালিনী রূপের পরিবর্তে ভয়াবহ সর্বগ্রাসী রূপ ধারণ করে।
কালো মেঘের প্রচণ্ড ঝটিকা থেকে সৃষ্ট বন্যার তাণ্ডবে বহু গ্রাম জনপদ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ধ্বংস হয় বহু ফসল, বহুপ্রাণ নিপতিত হয় মৃত্যুর করালগ্রাসে, বহু মূল্যের বিভিন্ন সম্পদ বিনষ্ট হয়। তাছাড়া বন্যার ফলে যাতায়াতেও অনেক দুর্ভোগ পােহাতে হয়। সেই কারণে জিনিসপত্রের দাম বেশ বেড়ে যায়, ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কষ্টও বেড়ে যায়।
বর্ষায় বন্যার সমস্যা, Flood problem during monsoon
বর্ষাকালে কখনাে কখনাে অত্যধিক বৃষ্টিপাত হওয়ার ফলে জলস্ফীতি দেখা দেয়, পাশাপাশি নদনদীতেও প্লাবন আসে, আর এই প্লাবনের অস্বাভাবিক অবস্থাই বন্যা হিসেবে পরিচিত। প্রতিবছর বর্ষায় এই সমস্যা দেখা যায়।
বন্যায় খালবিল, নদীনালা, পুকুর, ডােবা ইত্যাদি প্লাবিত হয়ে যায়, ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যা স্বাভাবিক জীবনে কতোটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়ায় তা হয়তো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
যারা নিজে এই পরিস্থিতির ভুক্তভােগী তারাই বুঝতে পারেন যে বন্যা খুবই মারাত্মক প্রভাব ফেলে, কারণ বন্যার জলে জমির ফসল, ঘরবাড়ি সবকিছু তলিয়ে যায়। মানুষ মরে অনাহারে। তাছাড়া বন্যাপরবর্তী সময়ে বিভিন্ন রােগব্যাধি ছড়িয়ে পড়ে, যেমন টাইফোয়েড, কলেরা, ডিসেন্ট্রি, ডেঙ্গি, জন্ডিস ইত্যাদি যা অনেক সময় মহামারি আকার ধারণ করে ফলে বহু মানুষের মৃত্যুও হয়।
বন্যা সমস্যা কিভাবে সমাধান করা যায়, How to solve the flood problem
বর্ষা মৌসুমে নদীর মাধ্যমে প্লাবিত বাড়তি জল খালবিল, শাখানদী নালা ইত্যাদির মধ্য দিয়ে প্রবাহিত করে ব্যবস্থা করতে হবে এবং সেগুলাের নিষ্কাশন ক্ষমতা সময়ে সময়ে বৃদ্ধি করতে হবে। এভাবে বর্ষার অতিরিক্ত জল চারদিকে ছড়িয়ে প্রবাহিত হলে বন্যা সমস্যা কম হয়ে যেতে পারে।
নদীর উপচানাে জল যাতে সেই নদীর তীরবর্তী এলাকায় প্রবেশ না করতে পারে সেজন্য বাঁধ নির্মাণ করে অনেকাংশে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমাদের দেশের অধিকাংশ নদনদী বেশ কিছু প্রাকৃতিক কারণে অনেক সময় ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে খালখনন করে নদীর নাব্যতা বৃদ্ধি করা সম্ভব।
উপসংহার, Conclusion
অপূর্ব রূপশ্রী নিয়ে বর্ষার আগমন হয়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বর্ষা কাল না থাকলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হতাে এবং শুধু বর্ষার উপকারেই আমাদের দেশটি সুজলা-সুফলা-শস্য-শ্যামলা তথা প্রকৃতি অনিন্দ্যসুন্দর রূপ ধারণ করেছে।
- 1 বর্ষার সময়কাল, Monsoon period
- 2 প্রকৃতির বুকে বর্ষার আগমন, Arrival of Monsoon
- 3 বর্ষার বৈশিষ্ট্য কী কী, Features of Rainy Season
- 4 বর্ষাকাল থেকে আমরা কি কি উপকার পাই, Advantages of monsoon
- 5 বর্ষায় প্রকৃতির রূপ কেমন থাকে, What is nature like in rainy season?
- 6 বর্ষায় বন্যার সমস্যা, Flood problem during monsoon
- 7 বন্যা সমস্যা কিভাবে সমাধান করা যায়, How to solve the flood problem
- 8 উপসংহার, Conclusion
Oindrila Banerjee
Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"
Recent Posts
বন্দে ভারতের স্লিপার কোচ- এক যুগান্তকারী পরিষেবা
বন্দে ভারত ট্রেন, 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের এক উল্লেখযোগ্য সাফল্য। নবতম...
একাদশী সম্পর্কে বিস্তারিত, Details about Ekadashi
হিন্দু ও জৈন সংস্কৃতিতে একাদশীকে একটি সৌভাগ্যের দিন হিসেবে গণ্য করা হয়।...
The Rainy Season Essay for Class 3 in 152 words
Posted on 20th Dec 2021 10:56:10 PM Essay , Composition
Introduction: There are six seasons in Bangladesh. The rainy season is one of them. It comprises the months of Ashar and Sravan.
Description: It is the season of heavy rainfall. Sometimes it rains cats and dogs. Sometimes it rains for days together. The sky is overcast. The sun cannot be seen for whole day. Roads become muddy and slippery. Ponds, marshes, canals and rivers are full to the brim. Rivers and canals overflow the banks. Fields go under water. Boat is the only means of communication.
Merits: The rainy season has so many merits. It brings silt on the fields and increases fertility. The filths and dirt’s are washed away in the rains.
Demerits: Excessive rainfall is harmful. It causes flood. Fatal diseases break out. People become victims of these diseases.
Conclusion: Despite the demerits the rainy season is a blessing in our country. It plays an important role in our economy.
(বর্ষাকাল রচনা)
সূচনা: বাংলাদেশে ছয়টি ঋতু আছে। বর্ষাকাল এদের মধ্যে একটি। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে এটি গঠিত হয়।
বর্ণনা: এটি প্রচুর বৃষ্টিপাতের ঋতু। মাঝে মধ্যে মুষলধারে বৃষ্টিপাত হয়। মাঝে মধ্যে একনাগাড়ে কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে। সারাদিন সূর্য দেখা যায় না। রাস্তাঘাট কর্দমাক্ত ও পিচ্ছিল হয়। পুকুর, জলাশয়, খাল-বিল ও নদী কানায় কানায় পূর্ণ থাকে। নদী ও খালের পানি তীর উপচাইয়া প্রবাহিত হয়। মাঠ পানির নিচে চলে যায়। যাতায়াতের একমাত্র উপায় নৌকা।
সুফল: বর্ষাকালের অনেক সুফল আছে। এটি জমিতে পলি বয়ে আনে এবং উর্বরা শক্তি বাড়িয়ে দেয়। বৃষ্টিতে ময়লা ও ধুলাবালি ভেসে যায়।
কুফল: অতিবৃষ্টি ক্ষতিকর। এতে বন্যা হয়। মারাত্মক রােগের প্রাদুর্ভাব ঘটে। মানুষ এসব রােগে আক্রান্ত হয়।
উপসংহার: অসুবিধা সত্ত্বেও বর্ষাকাল আমাদের দেশে আশীর্বাদ স্বরূপ। এটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Rainy , Season , Ashar , Sravan , Flood , Class , Three , Essays , Writing
Share on Facebook
- Short Essay on Our Village for Class 3 in 92 words
- English to Bengali Word Meanings for Letter 'I'
Recent Post
- Write a paragraph about My Daily Routine for Class 4 in 102 words
- My Brother Paragraph for Class 3 10 Lines in English
- My Mother Paragraph for Class 3 14 Lines in English
- My Family Paragraph for Class 3 10 Lines in English
- My Birthday Celebration Paragraph 13 Lines in English
- Write a Paragraph about My Self for Class 3 in 103 words
- Write a Paragraph about My Best Friend for Class 3 in 61 words
- English to Bengali Word Meanings for Letter S
- Word Meaning | শব্দ বা শব্দার্থ
- History of Bengali Grammar | বাংলা ব্যাকরণের ইতিহাস
- Abbreviation | শব্দ সংক্ষেপ | সংক্ষিপ্তকরণ | সমাহার | সংক্ষেপণ | সঙ্কোচন
- Bangladesh at a glance | এক নজরে বাংলাদেশ | সাধারণ জ্ঞান - বাংলা
- Write a Paragraph about Our Classroom for Class 2 in 85 words
- Mughal Empire | মুঘল আমল | সাধারণ জ্ঞান - বাংলা
- Rivers of Bangladesh | বাংলাদেশের নদনদী | সাধারণ জ্ঞান - বাংলা
- Mathematics
- General Knowledge
- Application
- Parts of Speech
- Composition
- Translation
- Privacy Policy
- composition
The rainy season Composition/Essay for class 6-7 and 8
Composition : The Rainy Season (for class 6-7-8)
Description : During the rainy season the sky remains cloudy. Sometimes the sun is not seen. During this time it rains cats and dogs. Sometimes it rains for days together. Roads become muddy. Rivers, canals and ponds are filled with water. They overflow their banks. Fields go under water.
Usefulness : The rainy season is surely a blessing for our country. Bangladesh is an agricultural country and most of the crops are dependent on the rain water. Current of rain water makes our soil fertile. It washes away the filth and dirt from the earth's surface. It also purifies the atmosphere. Men can easily go from one place to another by boat.
Ddemerits : The rainy season is not blessing for us all the time. In the rainy season the roads become muddy and slippery . The poor and the day labourer suffer much. They cannot go out of doors for work. Cattle have to suffer much. Various diseases like cholera, typhoid, dysentery break out. Sometimes there are floods and it washes away our crops and houses.
Conclusion : Though the rainy season has its demerits, it is blessing to the economy of our country. It helps the nature to gain a new life. We alwa welcome this season and enjoy its beauty.
Popular Posts
বিভীষণের প্রতি মেঘনাদ - মাইকেল মধুসূদন দত্ত
ভাবসম্প্রসারন: রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে
মাইকেল মধুসূদন দত্তের জীবনী-Michael Madhusudan Dutta Bangla life story
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বাংলাদেশে চালানো গণহত্যার প্রকৃতি
ভাবসম্প্রসারন: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস
- অনলাইন ইনকাম [52]
- এয়ারড্রপ [4]
- ক্রিপ্টোকারেন্সি [2]
- গল্প [12]
- টিউটোরিয়াল [19]
- টিপস [18]
- ফ্রিলান্সিং গাইডলাইন [10]
- বিউটি টিপস [8]
- ব্লগার টিপস [17]
- ভাবসম্প্রসারন [68]
- রচনা [45]
- রহস্য [19]
- লেখাপড়া [134]
- হেলথ টিপস [30]
- airdrop [5]
- composition [53]
- science and technology [55]
- Skip to primary navigation
- Skip to main content
Free English Study Materials
Essay on The Rainy Season in Bangladesh
[ Hints: Introduction, Duration of the season, how caused, Weather in this season, Nature in this season, Importance to cultivation, Fishermen in this season, Misery in this season Conclusion]
Introduction: Bangladesh is a land of six seasons. Each season appears here with its full glory and gives nature a new look and colour. The rainy season is one of them. It is the second season of the Bengali year.
Duration of the season: It covers the months of `Ashar’ and `Sraban’. But sometimes this season lasts up to `Ashwin’.
How caused: The south-west monsoon that blows over Bangladesh from the Bay of Bengal brings in the rains. The scorching heat of summer turns a large quantity of the sea-water into vapour. This vapour is cooled when it comes in contact with the cold air above. This cold vapour is then condensed in to cloud and causes rains.
Weather in this season: During the rainy season, the weather remains dim. The sky remains covered with thick clouds. The sun rarely peeps through them. It rains almost all day long. Sometimes rain continues for days together. As a result, rivers, tanks, ponds, canals are full to the brim. Sometimes gusty winds blow accompanied with the flashes of lightning and the roars of thunder.
Nature in this season: After the severe hot days of summer, the rainy season comes with its refreshing showers to cool the heated nature green leaves are seen in tries. The brown and cracked fields of summer get a magical change. The meadows are carpeted with soft green. The cattle graze happily all day long. Tiny meadow-flowers-white, blue and yellow blossom in clusters everywhere. So, the heart of a poet after leaps up with joy at the sight of the natural beauty of this season in his poetic works.
Importance to cultivation: In cultivation, this season plays an important role. The farmers become happy with this season because their lands become cultivable due to rain. They are found busy in ploughing their lands and cultivating jute, paddy and many other crops during this season.
Fishermen in this season: In this season, fishes are found in plenty in rivers, canals and ponds. So, the fishermen have plenty of fishes and earn their bread well. To them, the rainy season is a boon.
Misery in this season: The rainy season is both a blessing and a curse. It is a curse on the poor shelterless people. Due to excessive rainfall, the country roads become muddy. The urban-roads too after become impassable. The rivers sometimes flood whole areas. These floods cause terrible havoc. Men and cattle are washed away. The houses, roads, bridges and railway lines. Go underwater. infect, the floods cut off the whole area from the outside world for days together, and are often followed by famine and pestilence.
Conclusion: Bangladesh is an agro-based country. So here, the importance of the rainy season is undeniable. From this point of view, it is to be said that the rainy season is a blessing to Bangladesh despite some of its drawbacks.
Similar Posts:
- Essay on The Season I Like Best
- Composition on The Rainy Season in Bangladesh
- Composition on Seasons of Bangladesh
- Short Essay on The Rainy Season in Bangladesh
- Essay on A Rainy Day
- Short Composition on The Rainy Season in Bangladesh
- Short Essay on The Rivers of Bangladesh
- Composition on The Natural Beauties of Bangladesh
- Short Composition on Winter in Bangladesh
- Essay on The Rivers of Bangladesh
IMAGES
VIDEO